নওগাঁয় আটকের পর র্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক জনস্বার্থে এই রিট দায়ের করেন।
এদিকে র্যাব হেফাজতে ওই নারীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদনসহ প্রয়োজনীয় নথি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পৌঁছেছে। এ বিষয়ে দুপুর ২টায় শুনানির জন্য সময় ধার্য্য ছিল।
এর আগে এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর গতকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ ময়নাতদন্ত প্রতিবেদন এবং আটকের ঘটনায় যারা জড়িত তাদের তালিকা দাখিলের নির্দেশ দেন।