হোম > সারা দেশ > ঢাকা

জামায়াতের গোলাম পরওয়ারসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। ঈদের আগে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই অভিযোগপত্র দাখিল করে। 

ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রনপ কুমার আজকের পত্রিকাকে জানান, ডিবির গুলশান জোনাল টিমের পরিদর্শক কাজী ওয়াজেদ আলী তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. আবদুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. ইজ্জত উল্যাহ, মো. মোবারক হোসেন, সুরা সদস্য মো. ইয়াছিন আরাফাত, সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান, সেক্রেটারি জেনারেলের গাড়িচালক মো. মনিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর সমর্থক মো. আবুল কালাম আজাদ এবং দলের নায়েবে আমির আ. ন. ম মুহাম্মদ সামশুল ইসলাম। 

অন্যদিকে মামলার এজাহারভুক্ত আসামি মো. ইমাম হোসেন ও মো. আবুল কালামের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের মামলার দায় থেকে অব্যাহতির জন্য আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। 

আদালত সূত্রে জানা গেছে, মামলাটি বিচারের জন্য ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার জন্য ২১ জুলাই দিন ধার্য রয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধী বিভিন্ন প্রকার লিফলেট, জামায়াতে ইসলামীর সম্পাদিত উগ্র মতবাদের বিভিন্ন বই, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার রেজিস্টার ও কাগজপত্র, ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

ওই দিন রাতে ভাটারা থানায় এসআই হাসান মাসুদ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। এ ছাড়া মামলায় অনেককে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু