হোম > সারা দেশ > টাঙ্গাইল

আ.লীগের চরিত্র যেন বিএনপিতে ফুটে না ওঠে, নেতার হুঁশিয়ারি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অনুষ্ঠানে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ছবি: আজকের পত্রিকা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের চরিত্র যেন বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ফুটে না ওঠে। ফুটে উঠলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলে সমাবেশ ও দোয়া মাহফিলে আবুল কালাম এই হুঁশিয়ারি দেন। মির্জাপুর উপজেলা সদরের এসকে পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানটিতে তিনি প্রধান অতিথি ছিলেন। এর আয়োজন করে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠন।

সাবেক সংসদ সদস্য আবুল কালাম বলেন, ‘৭ মার্চের ঘোষণায় দেশ স্বাধীন হয় নাই। ২৬ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। জিয়া মানেই স্বাধীনতা, জিয়া মানেই বাংলাদেশ।’

সমাবেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলী আজম সিদ্দিকী, সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে