হোম > সারা দেশ > ঢাকা

‘সাংবাদিকদের চাকরি খাওয়া চলবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবাদমাধ্যমের বিশৃঙ্খলা দূর করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘আমরা ক পরিবার’–এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তাঁরা। এ সময় এক সাংবাদিক নেতা বলেন, অন্যায়ভাবে সাংবাদিকদের চাকরিচ্যুত করা যাবে না।

সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন, অনেক সংবাদমাধ্যম আছে যেখানে এখনো সাংবাদিকেরা ঠিকমতো বেতন পাচ্ছেন না। একটি পত্রিকায় কিছুদিন আগে ৩০ জনের বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হলো। এগুলো চলতে পারে না। এসব বিশৃঙ্খলা দূর করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার এসব কর্মকাণ্ডের বিপক্ষে কোনো ব্যবস্থা নিচ্ছে না। 

তিনি বলেন, ‘আমরা বলতে চাই সাংবাদিকদের চাকরি খাওয়া চলবে না। অন্যায়ভাবে সাংবাদিকদের চাকরিচ্যুত করা যাবে না। এটা করা হলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন কঠোর কর্মসূচি নেবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সভাপতি আবু জাফর সূর্য, সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, নির্বাহী সদস্য রেহানা পারভীন, মফিজুর রহমান খান, জাতীয় প্রেসক্লাবের সদস্য রেজাউল করিম রেজাসহ সিনিয়র সাংবাদিকেরা।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ