হোম > সারা দেশ > ঢাকা

‘সাংবাদিকদের চাকরি খাওয়া চলবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবাদমাধ্যমের বিশৃঙ্খলা দূর করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘আমরা ক পরিবার’–এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তাঁরা। এ সময় এক সাংবাদিক নেতা বলেন, অন্যায়ভাবে সাংবাদিকদের চাকরিচ্যুত করা যাবে না।

সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন, অনেক সংবাদমাধ্যম আছে যেখানে এখনো সাংবাদিকেরা ঠিকমতো বেতন পাচ্ছেন না। একটি পত্রিকায় কিছুদিন আগে ৩০ জনের বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হলো। এগুলো চলতে পারে না। এসব বিশৃঙ্খলা দূর করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার এসব কর্মকাণ্ডের বিপক্ষে কোনো ব্যবস্থা নিচ্ছে না। 

তিনি বলেন, ‘আমরা বলতে চাই সাংবাদিকদের চাকরি খাওয়া চলবে না। অন্যায়ভাবে সাংবাদিকদের চাকরিচ্যুত করা যাবে না। এটা করা হলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন কঠোর কর্মসূচি নেবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সভাপতি আবু জাফর সূর্য, সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, নির্বাহী সদস্য রেহানা পারভীন, মফিজুর রহমান খান, জাতীয় প্রেসক্লাবের সদস্য রেজাউল করিম রেজাসহ সিনিয়র সাংবাদিকেরা।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ