হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা শহরে উন্মুক্ত স্থানে বর্জ্য থাকবে না: তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের জুনের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ওয়ার্ডে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করা হবে। বর্জ্য স্থানান্তর প্রক্রিয়া গতিশীল করতে আধুনিক যান ও যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ঢাকা শহরে উন্মুক্ত স্থানে আর বর্জ্য থাকবে না। 

আজ মঙ্গলবার রাজধানীর মানিকনগরে ৭ নম্বর ওয়ার্ডের বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধনের পর মেয়র শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেছেন। 

মেয়র বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নের লক্ষ্যে আমরা নতুন ও আধুনিক যানবাহন ও যন্ত্রপাতি ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছি। যার মাধ্যমে এ বছরের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটি আধুনিক রূপ পাবে। আমরা উন্মুক্ত বর্জ্য থেকে ঢাকাবাসীকে মুক্ত করতে পারব।’ তিনি আরও বলেন, ‘আজ আমরা পঞ্চাশতম বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন করলাম। অন্যান্য ওয়ার্ডগুলোতেও নির্মাণ কার্যক্রম চলছে। আশা করছি আগামী জুন মাসের মধ্যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এই কার্যক্রম সম্পন্ন হবে।’ 

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতওয়াত নাঈম, সচিব আকরামুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ