হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা শহরে উন্মুক্ত স্থানে বর্জ্য থাকবে না: তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের জুনের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ওয়ার্ডে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করা হবে। বর্জ্য স্থানান্তর প্রক্রিয়া গতিশীল করতে আধুনিক যান ও যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ঢাকা শহরে উন্মুক্ত স্থানে আর বর্জ্য থাকবে না। 

আজ মঙ্গলবার রাজধানীর মানিকনগরে ৭ নম্বর ওয়ার্ডের বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধনের পর মেয়র শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেছেন। 

মেয়র বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নের লক্ষ্যে আমরা নতুন ও আধুনিক যানবাহন ও যন্ত্রপাতি ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছি। যার মাধ্যমে এ বছরের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটি আধুনিক রূপ পাবে। আমরা উন্মুক্ত বর্জ্য থেকে ঢাকাবাসীকে মুক্ত করতে পারব।’ তিনি আরও বলেন, ‘আজ আমরা পঞ্চাশতম বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন করলাম। অন্যান্য ওয়ার্ডগুলোতেও নির্মাণ কার্যক্রম চলছে। আশা করছি আগামী জুন মাসের মধ্যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এই কার্যক্রম সম্পন্ন হবে।’ 

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতওয়াত নাঈম, সচিব আকরামুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট