হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ পৌর এলাকার আখড়াবাজার মদনী মসজিদের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত সাজু মিয়া (২৯) কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকার রুহুল আমিনের ছেলে। 

সাজু মিয়ার ভাই বাদল মিয়া অভিযোগ করে জানান, পৌর এলাকার ফিশারিজ লিংক রোডের একটি কম্পিউটারের দোকানে চুরি হয়। এ ঘটনায় সন্দেহ করা হয় তাঁর ভাই সাজুকে। বিকেলে তাঁর ভাইকে ফিশারিজ লিংক রোড এলাকায় নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন। 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বিকেলে আখড়াবাজার মসজিদের পাশ থেকে সাজু মিয়ার লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর নামে কিশোরগঞ্জ মডেল থানায় চুরি ও মাদক–সংক্রান্ত অন্তত সাতটি মামলা রয়েছে। 

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২