হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিকদের নিরাপত্তায় ৬ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি ৬ দফা দাবি জানিয়েছে শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ)। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার রানা প্লাজা দুর্ঘটনার ৯ বছর স্মরণে আয়োজিত শ্রদ্ধাজ্ঞাপন ও মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। 

তাদের দাবিগুলো হলো—কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১২১ এবং মারাত্মক দুর্ঘটনা আইন, ১৮৫৫-এর ভিত্তিতে ক্ষতিপূরণ প্রদান; আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত; নির্মাণ, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিংসহ ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রসমূহ পরিদর্শনে দেশব্যাপী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা মোবাইলকোর্ট পরিচালনা বা ঝটিকা পরিদর্শন ব্যবস্থা চালু এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে বিশেষ ইউনিট ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা। 

এ ছাড়া সব শ্রমিককে বিমার আওতায় আনা, কর্মক্ষেত্রের সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত দায়ী ব্যক্তিদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ এবং শ্রমিকসহ সব মানুষের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাসংক্রান্ত জাতীয় সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। 

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নিরাপত্তা ফোরাম, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ অন্তর্ভুক্ত জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতারা। 

সভাপতির বক্তব্যে আনোয়ার হোসাইন বলেন, শ্রমিকেরা বিভিন্ন কারখানায় আসেন জীবিকা অর্জনের জন্য, কিন্তু এখানে এসে তাঁরা হত্যার শিকার হন। এ সময় তিনি দেশের ৭ কোটি শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে রানা প্লাজাসহ সব দুর্ঘটনায় আহত শ্রমিকদের পুনর্বাসনের জন্য সরকারকে বাধ্য করতে আহ্বান জানান। 

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১