হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে নারীদের তিন কেন্দ্রে ভোট পড়েছে ৬.৬৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১১ আসনে রামপুরার বনশ্রীর হলি ক্রিসেন্ট (ইন্টা:) স্কুল অ্যান্ড কলেজে তিনটি কেন্দ্রে বেলা ৩টা পর্যন্ত ৬.৬৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এই শিক্ষাপ্রতিষ্ঠানে তিনটি কেন্দ্রে নারী ভোটারেরা ভোট দেন। তিনটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ২০৫ জন। কাস্ট হয়েছে ৬৮০টি। এরমধ্যে ২৮ নম্বর কেন্দ্রে ভোটার ৩ হাজার ৪১৭, কাস্ট হয়েছে ২০৩। ২৯ নম্বর কেন্দ্রে ভোটার ৩ হাজার ৪২০, কাস্ট হয়েছে ২৫০ এবং ৩০ নম্বর কেন্দ্রে ভোটার ৩ হাজার ৩৬৮। কাস্ট হয়েছে ২২৭টি। 

আজ রোববার সাড়ে ৩টার দিকে তিনটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলে এতথ্য জানা গেছে। 

২৮ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আসিফুল ইসলাম বলে, ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। সকাল ১০টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট কাস্ট হয় ২৭টি, দুপুর ১২টা পর্যন্ত ৮৬টি এবং বেলা ৩টা পর্যন্ত ২০৩টি ভোট কাস্ট হয়। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪১৭ জন। তিনি আরও বলেন, এখানে ৬টি বুথে ভোট হয়। নৌকার প্রার্থীর ৬ জন, একতারার ১ জন এবং নোঙরের ১ জন এজেন্ট ছিলেন। অন্য ৫ জন প্রার্থীর কোনো এজেন্ট ছিল না। এখানে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।   

২৯ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, ১০টা পর্যন্ত ১৫টি, দুপুর ১২টা পর্যন্ত ৭০টি এবং বেলা ৩টা পর্যন্ত ২৫০ জন ভোট দিয়েছেন। এখানে নৌকা এবং একতারার এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট ছিল না। 

৩০ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাকিরুল ইসলাম বলেন, এখানে বেলা ৩টা পর্যন্ত ২২৭ জন ভোটার ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৬৮। সকাল ১০টা পর্যন্ত ১৫, দুপুর ১২টা পর্যন্ত ৭৩ জন ভোট দিয়েছেন। তিনি আরও বলেন, ৬টি বুথে ভোট গ্রহণ হয়। ইয়ং ভোটারদের উপস্থিতি ছিল বেশি।

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ