রাজধানীর ডেমরায় তিনতলা একটি ভবনের ছাদে টিনশেড দুটি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ওই ঘরে থাকা বেশ কিছু মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়। আজ বৃহস্পতিবার বিকেলে হাজীনগর এলাকায় হাজি মোখলেসুর রহমানের ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে আধা ঘণ্টার মধ্যে আগুন নির্বাপণ করা হয়।
এ সময় ওই ঘরে থাকা এক লাখ টাকার মালামাল উদ্ধার করতে পারলেও ২০ হাজার টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে যায় বলে দাবি করেছেন ঘরের মালিক। এ ছাড়া ঘরে থাকা অন্যান্য আরও কিছু কাঠ ও বাঁশ পুড়ে নষ্ট হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।