হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে পৌঁছেছেন রোজিনার স্বজনরা

প্রতিনিধি

গাজীপুর: অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। জামিন মঞ্জুরের পর কারাফটকে ভিড় করছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও স্বজনরা। আজ রোববার সকাল থেকে কারাফটকে অপেক্ষার পর বেলা সোয়া ৩টার দিকে দুটি মাইক্রোবাসে করে রোজিনার স্বজনরা কারা অভ্যন্তরে প্রবেশ করেন।

রোজিনা ইসলামের বোন লিনা আক্তার জানান, পরিবারের আরও সদস্য কারাগার ফটকে আসার জন্য পথে আছেন। তারাও অল্পক্ষণের মধ্যে কারা পৌঁছাবেন।

প্রসঙ্গত, গত ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী।

১৮ মে সিএমএম আদালতে তোলা হয় রোজিনাকে। মামলার তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান সরদার পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠান।

২০ মে সাংবাদিক রোজিনা ইসলামের পক্ষে জামিন বিষয়ে শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ নথি দেখে জামিন বিষয়ে আদেশের জন্য আজ রোববার দিন ধার্য করেন। আজ ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চ্যুয়াল আদালতে পাঁচ হাজার টাকা জামানতে এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পান রোজিনা ইসলাম।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি