হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে স্কুলে দেয়ালচাপায় শিশু নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সাদিয়া আক্তার। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যালয়ের ধসে পড়া দেয়ালচাপায় এক শিশু নিহত হয়েছে। উপজেলার তক্তারচালা পূর্বপাড়ার পাটজাগ সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সাদিয়া আক্তার (৯)। সে ওই এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে ও বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আজ মঙ্গলবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সাদিয়ার পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মাঠের এক কোণে জমিদাতা জালালউদ্দিনের ম্যুরাল নির্মাণ করা হচ্ছে। এ জন্য ৪ ফুট উচ্চতার একটি দেয়াল নির্মাণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মা আসমা বেগমকে নিয়ে বিদ্যালয়ের মাঠে গিয়ে খেলা করছিল সাদিয়া। সে ম্যুরালের দেয়ালটির ওপরে উঠে লাফ দিচ্ছিল। একপর্যায়ে দেয়াল ধসে শিশুটির ওপরে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাদিয়ার মা আসমা কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সামনেই ঘটনা ঘটছে। পুলিশ লাশের জন্য আসছিল। আমি সই দিই নাই। তবু আমার মেয়ের লাশ পুলিশ নিয়া গেছে।’

জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলেও আইনিপ্রক্রিয়া সম্পন্ন করতে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ