হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কারখানায় হামলা-ভাঙচুর, পাশের কয়েকটিতে ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে কারখানায় হামলা-ভাঙচুর। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকার দেইয়্যু বাংলাদেশ লিমিডেট নামের কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের ওই কারখানার শ্রমিকেরা ছুটির টাকা, টিফিনের টাকা ও ঈদের বোনাস বাড়ানোর দাবিতে গতকাল শনিবার থেকে আন্দোলন করে আসছেন। কারখানাটিতে প্রায় ১ হাজার শ্রমিক কাজ করেন। আজ সকাল ৯টার দিকে কিছুসংখ্যক স্টাফ ও বহিরাগত লোকের হামলায় আন্দোলনরত শ্রমিকদের তিন-চারজন আহত হন। আহত রাজু (২৫) ও দীন ইসলামকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার মেইন গেট ও ভেতরের জিনিসপত্র ভাঙচুর করেন।

এ সময় আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পাশের লিরিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ছুটি ঘোষণা করতে দেরি করায় এর প্রধান ফটক ও জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এ সময় একজন নারী শ্রমিকের মাথায় ইটের আঘাত লাগে। এই প্রতিবেদন লেখার সময় (দুপুর ১২টার দিকে) শ্রমিকেরা দেইয়্যু কারখানার সামনে অবস্থান করছিলেন। ঘটনাস্থলে গাজীপুর শিল্প পুলিশ ও জেলা পুলিশ উপস্থিত রয়েছে।

এসব বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দেইয়্যু কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট