হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে মোটরসাইকেল বাসের ধাক্কায় কিনাই সরকার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বপন বিশ্বাস (৫০) আহত হয়। 

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার মান্দারতলা এলাকার গোপালগঞ্জ ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কিনাই সরকার সদর উপজেলার বোড়াশী দক্ষিণপাড়ার অভিমান্যু সরকারের ছেলে ও বোড়াশী দক্ষিণপাড়া দুর্গা পূজা মণ্ডপে আনসারের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) এ কে এম হাসানুজ্জামান জানান, মোটরসাইকেল চালক কিনাই সরকার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য স্বপন বিশ্বাসকে সঙ্গে নিয়ে বোড়াশী থেকে মোটরসাইকেলে করে পাশের বেদগ্রামে যাচ্ছিলেন। এ সময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। 

এ সময় মোটরসাইকেল চালক ও আরোহী মারাত্মক আহত হয়। তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক কিনাই সরকারকে মৃত ঘোষণা করেন। আহত স্বপনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

কিনাই সরকারের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট