হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৬০

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে টঙ্গীর হাজি মাজার বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় এই অভিযান। এতে অংশ নিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার রাত ১০টা পর্যন্ত অভিযানে ৬০ ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, টঙ্গীর তুরাগ নদের পাশে হাজি মাজার বস্তি। বস্তিটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। বস্তি ঘিরে নানা অপরাধীদের বাস। দিনে ও সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে অপরাধীরা। অনেক ছিনতাইকারী মহাসড়কে ছিনতাই শেষে এই বস্তিতে আশ্রয় নেয়। পাশাপাশি বস্তিটিতে মাদকদ্রব্য বিক্রি, সংগ্রহ বা যত্রতত্র সেবনের অভিযোগ রয়েছে।

নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যার পর বস্তিটিতে অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশিসহ অপরাধী সন্দেহে ৬০ জনকে আটক ও ৩৯ হাজার ৪০০ টাকা, দুটি ছোরা, দুটি চাকু, স্লাই রেঞ্চ, একটি কাটিং প্লাস, চারটি হার্ড ডিস্ক, চারটি মোবাইল ফোন ও চার লিটার দেশীয় মদ জব্দ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু বলেন, ‘ছিনতাই, ডাকাতি, মাদকদ্রব্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা (যৌথ বাহিনী) বস্তিটিতে অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছি। আগামীকাল টঙ্গী পশ্চিম থানায় মামলা করার পর আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।’

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে