হোম > সারা দেশ > ঢাকা

আমি আপনাদের পাহারাদার হতে চাই: গাজীপুরের পুলিশ সুপার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আযাদ বলেছেন, ‘আমি আপনাদের পাহারাদার হতে এসেছি। পুলিশ জনগণের বন্ধু, আমি কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে এ কথা আপনাদের বিশ্বাস করাতে চাই।’ আজ রোববার সকালে গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আজ বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় সাংবাদিক নেতারা আলোচনায় অংশ নিয়ে পুলিশের নানা অনিয়ম তুলে ধরে এসব বন্ধ করার আহ্বান জানান। সাংবাদিক নেতারা বলেন, ‘জেলা পুলিশের যেকোনো ভালো কাজে আমরা সহায়তা করতে প্রস্তুত আছি।’ এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়টি বিবেচনায় রাখার জন্য তাঁরা নবনিযুক্ত পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেন।

জবাবে পুলিশ সুপার বলেন, ‘বিগত সময়ে পুলিশকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। এসব ভুল-ভ্রান্তি শুধরে পুলিশকে একটি পেশাদার বাহিনীতে পরিণত করতে চাই।’ এ জন্য তিনি পুলিশের মনোবল বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

নবাগত পুলিশ সুপার আরও বলেন, জনবান্ধব পুলিশিং সেবা করতে চান তিনি। সঠিকভাবে পুলিশের দায়িত্ব পালনে তাঁর নেতৃত্বে পুলিশ বদ্ধপরিকর। পুলিশের পেশাদারি বজায় রাখতে তিনি কাজ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। এ সময় তিনি শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা যে যেখানে আছি, যদি নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পুলিশের যা কাজ, তা সঠিকভাবে পালন করার জন্য যাতে পরিবেশ তৈরি হয়, সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গোলাম রব্বানী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রবিউল ইসলাম প্রমুখ।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস