হোম > সারা দেশ > ঢাকা

আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়: রাঙ্গা

রংপুর প্রতিনিধি

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় পার্টির (জাপা) নেতা মশিউর রহমান রাঙ্গা বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোয় আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়। এতে সাধারণ গাড়ি মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন।

শনিবার সন্ধ্যায় রংপুরে মাওলানা কেরামত আলীর (র.) মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। 

রাঙ্গা বলেন, চলমান ধর্মঘট মালিক সমিতির ডাকা নয়। সাধারণ মালিকেরা এটা করছেন। আর তাঁদের ওপর বেশি চাপ সৃষ্টি করলে আমাদের নেতৃত্ব থাকবে না।

তিনি বলেন, পরিবহন মালিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে একতরফাভাবে ডিজেল-কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। এতে করে শালীনতার সীমা লঙ্ঘন করা হয়েছে। 

তাঁর দাবি, জ্বালানির দাম একলাফে লিটারে ১৫ টাকা বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রী জানেন না। তিনি অবগত থাকলে এতে সম্মত হতেন না।

জাপা নেতা রাঙ্গা বলেন, জ্বালানির দাম বাড়ানোর প্রভাব সর্বত্র পড়বে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে। সেচ কাজে ডিজেল ব্যবহার হওয়ায় কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হবেন। সবদিক বিবেচনায় সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তিনি। 

জ্বালানির দাম বাড়ানোর পাশাপাশি বঙ্গবন্ধু সেতুর টোল বৃদ্ধিরও সমালোচনা করেন সাবেক এ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর ফলে প্রতি কিলোমিটারে ৫২ পয়সা অতিরিক্ত খরচ হবে। এর ওপর কোনো কারণ ছাড়াই সেতু নির্মাণের এত বছর পর ২০০ টাকা টোল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্ত অমানবিক। 

এ সময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকিরসহ স্থানীয় জাপা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ