রংপুরের হারাগাছে তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই নির্দেশ দেন।
রংপুরের জেলা ও দায়রা জজকে প্রধান করে বিচার বিভাগীয় কমিটিতে জেলা প্রশাসকের একজন ও রংপুর পুলিশ কমিশনারের একজন প্রতিনিধিকে তদন্ত কমিটিতে রাখতে বলা হয়েছে।
এর আগে রংপুরের হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। বিষয়টি আদালতের নজরে আনলে পুলিশের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। এ ছাড়া ময়নাতদন্তের রিপোর্টও দাখিল করতে বলা হয়। নির্দেশ অনুযায়ী এসব রিপোর্ট আদালতে দাখিল করা হয়। তবে হাইকোর্ট এসব রিপোর্টে সন্তুষ্ট না হওয়ায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।