হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে রুনা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামী রৌশন মিয়ার (৫০) বিরুদ্ধে। গতকাল শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রুনা বেগম (৪৫) নরসিংদী পৌর এলাকার দত্তপাড়া মহল্লার আব্দুল করিমের মেয়ে। তাঁর সাবেক স্বামী রৌশন মিয়া (৫০) হাজীপুর এলাকার বাসিন্দা। বর্তমানে পলাতক আছেন তিনি। 

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে শহরতলীর হাজীপুরে এক নারীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন তাঁর সাবেক স্বামী। ঘটনার পর থেকেই পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, স্বামীর একাধিক বিয়ে করাসহ পারিবারিক কলহের জের ধরে দুই বছর আগে স্বামী রৌশন মিয়াকে তালাক দেন রুনা বেগম। এরপর থেকে নরসিংদী বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চলতেন। শনিবার সন্ধ্যায় রৌশন মিয়া কৌশলে রুনাকে নিজের হাজীপুরের বাড়িতে ডেকে নিয়ে যান। পরে সেখানেই দা দিয়ে ঘাড়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। সেখান থেকে স্থানীয়রা রুনাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ