হোম > সারা দেশ > ঢাকা

জুমার নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের (এইচআরডি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুশফিকুর রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতের বাসা থেকে জুমার নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের (এইচআরডি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুশফিকুর রহমান। গতকাল শুক্রবার দুপুর থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত এই ব্যাংক কর্মকর্তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি বাসার পাশে যে মসজিদে তাঁর জুমার নামাজ পড়ার কথা ছিল, সেখানেও তিনি যাননি।

এমন পরিস্থিতিতে আজ বিকেলে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।

মুশফিকুর রহমানের ছোট ভাই জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জুমার নামাজ পড়ার কথা বলে খিলক্ষেতের পূর্ব নাওয়াপাড়া এলাকার বাসা থেকে বের হন মুশফিকুর রহমান (৫৮)। সঙ্গে তিনি তাঁর মোবাইল ফোন নিয়ে যাননি। বাসায় রেখে যান। নামাজ শেষ হওয়ার অনেক পরেও বাসায় না ফেরায় তাঁর খোঁজ নিতে শুরু করেন পরিবারের সদস্যরা। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়। কিন্তু আজ বিকেল পর্যন্ত কোথাও তাঁর সন্ধান মেলেনি।

জিয়াউর রহমান জানান, মুশফিকুর রহমানের বাসা ও আশপাশের সড়কের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করা হয়েছে। তাতে দেখা যায়, গতকাল দুপুরে বাসার পাশের মসজিদে তিনি জুমার নামাজ আদায় করতে যাননি।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই ব্যাংক কর্মকর্তার সন্ধানে আজ খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তার নিখোঁজের বিষয়টি তদন্ত করা হচ্ছে। বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এখনো তাঁর অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব