হোম > সারা দেশ > ঢাকা

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধ

আজকের পত্রিকা ডেস্ক­

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী রেললাইন ও সড়কের সব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে। মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে না আসা পর্যন্ত তাঁরা অবরোধ তুলে নেবেন না।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী রেললাইন ও সড়কের সব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এবং জলকামান প্রস্তুত রাখা হয়েছে। বেলা সোয়া ১২টার দিকে অবরোধ চলাকালে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী রেলক্রসিং অতিক্রমের সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। ট্রেনটি গতি কমিয়ে চলতে থাকলেও পুরোপুরি না থামায় বিক্ষোভকারীরা ট্রেন লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ করেন, ফলে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী রেললাইন ও সড়কের সব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন। এরই অংশ হিসেবে তাঁরা কয়েক মাসে একাধিকবার সড়ক অবরোধ করেছেন। আজকের কর্মসূচির মাধ্যমে তাঁরা তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের বিষয়েও দাবি তুলেছেন।

সরকারি প্রশাসন এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। পরিস্থিতি শান্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ