হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে অসতর্কতাবশত দুজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের কলিম উদ্দিনের ছেলে মো. আব্দুল মান্নাফ (৫০) ও আব্দুল কাদির মিয়ার ছেলে মো. বাচ্চু মিয়া (৪৫)। তাঁরা স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় বাজার থেকে বাড়ি ফিরছিলেন বাচ্চু মিয়া ও আব্দুল মান্নাফ। অটোরিকশা চালাচ্ছিলেন বাচ্চু মিয়া। তাঁর পাশে বসা ছিলেন আব্দুল মান্নাফ। আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই দুজন মারা যান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাঁদের মরদেহ উদ্ধার করেন নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, হাসনাবাদ এলাকায় রেলক্রসিং পার হতে গিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছে। মরদেহের সুরতহালসহ আইনি প্রক্রিয়া চলছে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব