হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ‘কিশোর গ্যাংয়ের’ ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, স্কুলের তুচ্ছে ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার সাধারচর ইউনিয়নের বন্যার বাজার এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষার্থীর নাম—নাহিদ (২০)। তিনি হরিহরদী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। নাহিদ উপজেলার সাধারচর ইউনিয়নের তাতারকান্দি গ্রামের আসাদ মিয়ার ছেলে।

নাহিদের পরিবার বলছে, আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে ফরম ফিলআপের জন্য সকালে কলেজে যান নাহিদ। এ সময় এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ অন্যান্যরা তাঁকে ধাওয়া করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র (চাপাতি) নিয়ে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি ডোবার পানিতে চুবিয়ে ফেলে রেখে যায় নাহিদকে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিদ্যালয়ের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে নাহিদের পূর্বশত্রুতা ছিল বলে জানিয়েছে তার স্বজনেরা। 

এ বিষয়ে নরসিংদী জেলার সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে কলেজছাত্র নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি