হোম > সারা দেশ > গোপালগঞ্জ

সাবেক আইজিপি বেনজীরের সাভানা ইকো রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা 

গোপালগঞ্জ প্রতিনিধি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

সোমবার (৩ জুন) সকালেই পার্কের প্রবেশদ্বারে একটি কাগজে লিখে সাময়িক বন্ধের নোটিশ টানানো হয়। 

ওই নোটিশের কাগজে লেখা হয় অনিবার্য কারণবশত সাভানা পার্ক বন্ধ থাকবে। তবে কবে নাগাদ খুলবে বা কি কারণে বন্ধ সেটি সেখানে উল্লেখ করেনি কর্তৃপক্ষ। 

এ বিষয়ে কথা বলতে গিয়ে কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেও বিষয়টি স্পষ্ট হওয়া যায়নি। কোনো কর্তৃপক্ষের যোগাযোগের মোবাইল নম্বরও পাওয়া যায়নি। 

উল্লেখ্য, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের জমি বিভিন্ন মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে জোর করে নানা কৌশলে কিনে নেওয়ার অভিযোগ রয়েছে বেনজীর আহমেদের বিরুদ্ধে। 

গত ১ জুন সাংবাদিকদের এ বিষয়ে এলাকাবাসী সাক্ষাৎকার দিলে ওই দিন রাতেই তাদের ওপর হামলা চালানো হয়। এলাকাবাসীর অভিযোগ পুলিশের লোকজন এই হামলা চালিয়েছে। হামলায় চারজন আহত হন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল