হোম > সারা দেশ > ঢাকা

সেই ইউএনও, তাঁর বাবা-মা ও চাচা-চাচির দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নাচোলের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন। ছবি: সংগৃহীত

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়া চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সেই সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক আব্দুল্লাহ আল মামুন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।

একই সঙ্গে কামাল হোসেনের বাবা মো. আবুল কাশেম, মা মোছা. হাবীয়া খাতুন, চাচা মো. আহসান হাবীব ও চাচি মোসা. সানোয়ারা খাতুন ওরফে শাহানারা খাতুনেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

এর আগে দুদকের উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে জালিয়াতি করে নিজের মা-বাবার নামের পরিবর্তে চাচি ও মুক্তিযোদ্ধা চাচাকে মা-বাবা সাজিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে প্রশাসন ক্যাডারে চাকরি নেন।

জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গত বছরের ২৬ ডিসেম্বর দুদকের সম্মিলিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়। কামাল হোসেনের বিরুদ্ধে করা ওই মামলাটি তদন্তের সময় বিশ্বস্ত সূত্রে জানা যায়, কামাল হোসেন, তাঁর মা-বাবা ও চাচা-চাচি দেশত্যাগ করে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। মামলা তদন্তের স্বার্থে তাঁরা যাতে দেশত্যাগ করতে না পারেন সে কারণে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

উল্লেখ্য, কামাল হোসেনের সর্বশেষ মাগুরার সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে রাখা হয়েছে।

কেরানীগঞ্জে ট্রাফিক পুলিশকে মারলেন অটোচালক

ঢাকায় মা-মেয়ে খুন: আগের চুরির সূত্র ধরেই গ্রেপ্তার হন আয়েশা

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন

উত্তরখানে ছুরিকাঘাতে খুন করে অটোরিকশা ছিনতাই

এই সরকার আমার কাঙ্ক্ষিত, উৎখাতের পরিকল্পনা কেন করব–আদালতকে শওকত মাহমুদ

কর কর্মকর্তা মির্জা আশিক ও সিটি ব্যাংক কর্মকর্তা সারোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কেরানীগঞ্জ থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর সূত্রাপুরে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার, ৪০ কোটি টাকা রাজস্ব হারাবে সরকার: প্রেস সচিব

ঢাবি শিক্ষকদের হেনস্তার পর ধাওয়া দিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক