হোম > সারা দেশ > রাজবাড়ী

সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার ভোর ৬টার সময় ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সকাল থেকে ঘাটের জিরো পয়েন্টে পারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তিতে চালক ও যাত্রীরা। 

গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী আশরাফুল ইসলাম জানান, সাড়ে ৬টায় ঘাট এলাকায় এসেছেন। এসে জানতে পারেন ফেরি চলাচল বন্ধ রয়েছে কুয়াশার কারণে। সকাল সাড়ে ৯টার সময় ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি বোধ করছেন তিনি। 

আরেক যাত্রী শফিক শামিম জানান, সারা বছর ভোগান্তির শিকার হয়েই পদ্মা পাড়ি দিতে হয় তাঁদের। এক মাসের বেশি সময় ধরে দীর্ঘ যানজট লেগেই আছে। এখন নতুন করে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কুয়াশা। 

পণ্যবাহী ট্রাকচালক আফজাল হোসেন বলেন, রাত ৩টা থেকে ফেরি পারের অপেক্ষায় আছি। গাড়িতে সবজি রয়েছে। ঘাটের কাছাকাছি গিয়ে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। তাই বসে আছি। 

নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জানান, ভোর ৬টা ১০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফলে কয়েক শ যানবাহন আটকে থাকে পারের অপেক্ষায়। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। 

এ বিষয়ে দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন, মো. জামাল হোসেন ও বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার কন্ট্রো রুমে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। 

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা