হোম > সারা দেশ > গাজীপুর

‘আমাগো পেট আছে, খাওয়া লাগবে’

নুরুল আমিন হাসান, উত্তরা

আমাগো পেট আছে, খাওয়া লাগবো। উপোস তো থাকতে পারব না। মা ও ছোট দুই বোন নিয়া থাকতে হয়। নিজে না খেয়ে থাকলেও তো তাঁদেরকে না খাইয়ে রাখা যাবে না। তাই গাড়ি নিয়া বের হইছি। ঈদুল আজহার পর সরকার ঘোষিত সর্বাত্মক কঠোরতম লকডাউনের নিষেধাজ্ঞার প্রথম দিন গতকাল শুক্রবার দিবাগত রাতে আজকের পত্রিকাকে এভাবেই বলছিলেন মরকুনের অটোরিকশা চালক দীন ইসলাম।

তিনি বলেন, যাত্রী নিয়ে আসছি। যাত্রীদের ব্রিজের গোড়ায় নামাইয়া দিছি। পরে স্যারেরা (পুলিশ) আমাকে আটক করছে।

সরেজমিনে রাজধানীর অন্যতম প্রবেশপথ আবদুল্লাহপুরে দেখা যায়, লকডাউন অমান্য করে অটো রিকশা ও ইজিবাইক নিয়ে মহাসড়কে বের অভিযোগে উত্তরার আবদুল্লাহপুরে বেশ কয়েকটি ইজিবাইক ও অটোরিকশা আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের সাজা স্বরূপ কয়েক ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া হয়।

এ সময় টঙ্গীর এরশাদ নগরের ইজিবাইক চালক কুরবান আলী আজকের পত্রিকাকে বলেন, আধা ঘণ্টা আগে পুলিশের হাতে ধরা খাইছি। আমি তো জানি না, অটোরিকশা নিষেধ। তাই গাড়ি নিয়ে বের হইছি।

গাজীপুরের গাজীপুরা সাতাইশ এলাকার মিশুক চালক ইকবাল ইসলামের গাড়িও আটক করে পুলিশ। এ সময় তিনি পুলিশকে আকুতি মিনতি করে পুলিশকে বলেন, স্যার আমার ভুল হইয়া গেছে। স্যার এবারের মত মাফ করে দেন। আর জীবনেও আসব না।

উত্তরার কামড়পাড়ার ইজিবাইক চালক কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, আপনারা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছেন। আপনারা কী করে বুঝবেন আমাদের দুঃখ কষ্ট। গাড়ির চাকা ঘুরিয়েই আমাদের সংসার চলে। গাড়ির চাকা ঘুরলে বউ বাচ্চা নিয়ে খেতে পাই। আর না ঘুরলে তাদের নিয়ে না খেয়েই থাকতে হয়।

এদিকে আবদুল্লাহপুরে কর্তব্যরত উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সরকার ঘোষিত লকডাউনের মধ্যে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যেসব ইঞ্জিল চালিত রিকশা বের হয়েছে, সেগুলো কয়েক ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া হচ্ছে। যেন তারা দ্বিতীয়বার বের না হয়।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস