হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থীদের সুইপার বলে জবি শিক্ষকের ফেসবুক থেকে পোস্ট, বরখাস্তের আলটিমেটাম 

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুন্নাহার লিপির ফেসবুক অ্যাকাউন্ট থেকে সারা দেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা শিক্ষার্থীদের সুইপার (ঝাড়ুদার) সম্বোধন করে একটি পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁকে বরখাস্ত করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে শিক্ষার্থীদের এক বৈঠকে এ আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, কামরুন্নাহার লিপিকে শিক্ষক হিসেবে সম্বোধন করতেও লজ্জা হচ্ছে। তিনি সারা দেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা শিক্ষার্থীদের সুইপার (ঝাড়ুদার) বলে সম্বোধন করেছেন। এ ছাড়া তথাকথিত শিক্ষক লিপি আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন এবং নিপীড়কদের পক্ষে অবস্থান নিয়েছেন। এ সময় কামরুন্নাহার লিপিকে বরখাস্ত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

কামরুন্নাহার লিপি নামের একটি ফেসবুক আইডি থেকে গত ১৭ জুলাই এক পোস্টে লেখা হয়, ‘কেউ আমাকে সুশীল আর নিরপেক্ষ ভেবে থাকলে ভুল ভেবেছেন। যারা নিজেদের স্বঘোষিত রাজাকার দাবি করে জনসম্মুখে মিছিল করেছেন, আমি তাদের চরম প্রতিপক্ষ।’

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুন্নাহার লিপি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ফেসবুকে কোনো পোস্ট দিই নাই। কেউ আমার আইডি ক্লোন করে পোস্ট দিয়ে থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলা হওয়ার পর এ নিয়ে কথা বলায় আমাকে বিভিন্ন মাধ্যমে নিয়মিত হুমকিও দিয়ে যাওয়া হচ্ছিল।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা নৃবিজ্ঞানের একজন শিক্ষককে নিয়ে অভিযোগ দিয়ে বহিষ্কার করার জন্য আলটিমেটাম দিয়েছেন। আমরা ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেব। এরপর আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ