হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল যুবকের

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ধারালো অস্ত্র দিয়ে ফজলে রাব্বি সুমন নামের এক যুবকের ওপর হামলা করা হয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। পুলিশ বলছে, হামলাকারী সুমনের পূর্বপরিচিত ছিল। তাঁদের দুজনের নামেই মামলা রয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে সুমনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

নিহত সুমন (২৫) মোহাম্মদপুরের পাবনা হাউস গলিতে একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করতেন। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলার পখিয় গ্রামে। বাবার নাম বশির উদ্দিন।

সুমনের স্ত্রী মঞ্জুমা আক্তার জানান, আজ দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানে গিয়েছিলেন সুমন। সেখানে মুন্না নামের একজন সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। সুমনের বন্ধুরা তাঁকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

হামলাকারী সুমনের মোবাইল ফোন নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক বলেন, মোহাম্মদপুর থেকে গুরুতর আহত অবস্থায় সুমনকে তাঁর বন্ধুরা হাসপাতালে নিয়ে আসেন। এর কয়েক ঘণ্টা পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হামলাকারী সুমনের পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম বলেন, ‘জানতে পেরেছি, মুন্না নামের এক যুবক সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মুন্না ও সুমন পূর্বপরিচিত। তারা মোহাম্মদপুরে একই সঙ্গে চলাফেরা করত। দুজনের নামেই মামলা রয়েছে। আরও বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।’

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ