হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি র‍্যাবের হাতে গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলমকে (৪৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার নয়ানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার শাহ আলম টঙ্গীর মধুমতী এলাকার মৃত আমিনুল্লাহর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানায় করা একটি হত্যা মামলার আসামি। গতকাল সন্ধ্যায় গ্রেপ্তারের পর র‍্যাবের কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানার নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 
এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, একটি এনআইডি কার্ড, দুটি এটিএম কার্ড, দুটি শপিং কার্ড ও নগদ ২ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়। বেলা দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় তাঁকে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের থানায় একটি মামলায় গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলমকে র‍্যাব হস্তান্তর করেছে। আজ তাঁকে আদালতে পাঠানো হচ্ছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট