হোম > সারা দেশ > ঢাকা

ভুয়া জন্মনিবন্ধন সনদ: ভিকারুননিসার আরও এক ছাত্রীর ভর্তি বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভর্তির ক্ষেত্রে ভুয়া জন্মনিবন্ধন সনদ ব্যবহার করায় প্রথম শ্রেণির এক ছাত্রীর ভর্তি বাতিল করেছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির আজিমপুর শাখায় এ ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রী ২০২৪ সালে ভর্তি হয়েছিল। 

আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, ‘ভর্তিতে ব্যবহৃত কাগজ যাচাই-বাছাই করার সময় আজিমপুর শাখার এক ছাত্রীর জন্মনিবন্ধন সনদে গরমিল পাওয়া গেছে। পরে এ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।’ 

এর আগে হাইকোর্টের নির্দেশে ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের আদেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরপর প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ উঠে। 
 
ভিকারুননিসা সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রতিষ্ঠানটির আজিমপুর শাখার ভারপ্রাপ্ত শাখা প্রধান সাবনাজ সোনিয়া কামালের কাছে কীভাবে ভুয়া জন্মসনদে শিক্ষার্থী ভর্তি হলো এর কারণ জানতে চান ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। এর পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীর জন্মসনদে ভুল থাকায় অধ্যক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। 

লিখিত জবাবে সাবনাজ সোনিয়া কামাল জানান, ভর্তির জন্য কাগজপত্র জমা নেওয়ার সময় তাদের অসাবধানতার কারণে বিষয়টি নজর এড়িয়ে যায়। ছাত্রীটি ভর্তির জন্য মনোনীত হয় এবং ভর্তিও হয়। পুনঃযাচাইয়ের জন্য সাতটি আবেদনপত্র যাচাইয়ে ভুলটি ধরা পড়ে। তাই যাচাই কমিটি এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে। 

এ বিষয়ে সাবনাজ সোনিয়া কামাল বলেন, ‘পুনঃযাচাইয়ের মাধ্যমে প্রথম শ্রেণির একজন ছাত্রীর ভর্তিতে ভুয়া জন্মসনদ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। ওই ছাত্রীর মাকে আমরা ডেকেছি। তিনি জানিয়েছেন, কম্পিউটার অপারেটর এই টেম্পারিং করেছে। পরবর্তীতে তিনিই ভর্তি বাতিলের আবেদন করেছেন। সে পরিপ্রেক্ষিতে ভর্তি বাতিল করা হয়েছে।’

আরও পড়ুন:

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে