আমাদের দেশে যারা গরিব, কম শিক্ষিত, তারা বিদেশে গিয়ে দেশে টাকা পাঠায়। আর শিক্ষিত লোকেরাই দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
আজ বুধবার রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক) আয়োজিত আন্তঃসাংবাদিক সংগঠন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার বলেন, দুর্নীতিগ্রস্তদের কখনো সিআইপি-ভিআইপি বলবেন না। তাদের বলবেন এলআইপি-লেস ইম্পর্টটেন্ট পারসন। আপনারা সবাই একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন। লেখালেখি করেন এটা আমার কাছে ভালো লাগে। এমনকি এই ধরনের স্পোর্টস টুর্নামেন্টও দুর্নীতি বিরোধী বার্তা সবাইকে পৌঁছে দেবে।
বর্তমান সরকার অনেক উন্নয়ন করেছে উল্লেখ করে জহুরুল হক বলেন, ‘এই সরকার অনেক উন্নয়ন করেছে। কিন্তু সব উন্নয়ন খেয়ে ফেলবে করাপশন। তাই যারা দুর্নীতি করে তাদের ছাড় দেওয়া যাবে না। অনেকে সুন্দর সুন্দর কথা বলেন। কিন্তু সুন্দর কথা বলার মানুষগুলোই বেশি অসৎ হয়।’
ঢাকার বিভিন্ন গণমাধ্যমের বিট ভিত্তিক সাংবাদিকদের ১৫টি সংগঠন এবারের আয়োজনে অংশ নিয়েছে। সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে সবাই একটি ম্যাচ খেলে। এরপর কোয়ার্টার ফাইনাল খেলে শেষ চারটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামী শুক্রবার সকাল নয়টায় দুই সেমি ও ফাইনাল অনুষ্ঠিত হবে।