হোম > সারা দেশ > গাজীপুর

৯ মাস ধরে নিখোঁজ ছায়েদ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ৯ মাসেও হদিস মেলেনি আবু ছায়েদের। গত ২৪ জানুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর খোঁজ নেই। এখন পর্যন্ত পুলিশও কোনো সূত্র পায়নি।

এ ঘটনায় গত ২৯ জানুয়ারি ছায়েদের বোনের স্বামী কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি ও পরিবার সূত্রে জানা যায়, আবু ছায়েদ (৪০) কালিয়াকৈর উপজেলা পৌরসভার পীরেরটেকি এলাকার মৃত ধলা মিয়ার ছেলে। চার-পাঁচ দিন খোঁজাখুঁজি করে কোনো হদিস না পেয়ে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। সেই জিডির সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। আবু ছায়েদের মোবাইল নম্বর ধরেও প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়েছে পুলিশ।

আবু ছায়েদের বোনের স্বামী হারুন অর রশিদ বলেন, ‘নিখোঁজের দিন থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয়েছে ছায়েদকে। ছায়েদের মা ও ছোট ভাই ছায়েদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছে সাইদের পরিবার।’

ছায়েদের মা বলেন, ‘আমার ছেলেকে কেউ হত্যা করেছে নাকি গুম করেছে, সে বিষয়ে জানতে চাই।’

ছায়েদের সন্ধানে কোনো অগ্রগতি হয়েছ কি না, জানতে চাইলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ বলেন, ‘অনেক চেষ্টার পরও আবু ছায়েদের সন্ধান মেলেনি। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির