হোম > সারা দেশ > ঢাকা

ঘরে স্কেটিংয়ের সময় পেটে স্টিলের পাইপ ঢুকে আহত শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে বাসার ভেতর স্কেটিং সাইকেল চালানোর সময় হাতল পেটে ঢুকে আহত শিশু রাফিয়া হাসান ঐশী (১২) মারা গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। 

ঐশীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোডের বাসায় এই ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম রাশেদ আহসান। তিনি মেঘনা গ্রুপের এজিএম (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) হিসেবে কর্মরত। 

বাচ্চু মিয়া আরও জানান, গতকাল সন্ধ্যার পরেই শিশুটির জরুরি অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়। 

শিশুটির মা সনিয়া সুলতানা বলেন, চারতলায় বাসার ভেতরেই ছোট ভাই মোহাম্মদ রাইয়ার আহসানের সঙ্গে খেলছিল ঐশী। বাসার ভেতর স্কেটিং সাইকেল চালাচ্ছিল সে। হঠাৎ সাইকেলটির হাতলের অংশটুকু খুলে যায় এবং স্টিলের পাইপটি তার পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্কয়ার হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

স্থানীয় একটি স্কুল থেকে ৫ম শ্রেণি পাস করেছে ঐশী। করোনায় স্কুল বন্ধ। তাই হাফিজিয়ায় পড়ত। 

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া