হোম > সারা দেশ > ঢাকা

বাস না থাকায় চাপ বেড়েছে ট্রেনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে চলছে পরিবহন ধর্মঘট। এতে চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। গাড়ি না পেয়ে রিকশা, সিএনজি অটোরিকশা বা মোটরসাইকেলে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের। এদিকে বাস না পেয়ে ছুটির দিনে নিজেদের গন্তব্যে পৌঁছাতে কমলাপুর রেলস্টেশনে এসে ভিড় করছে যাত্রীরা। শুক্রবার সকালে কমলাপুর স্টেশনে হাজার খানেক যাত্রীকে টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

ধানমন্ডি থেকে ৩০০ টাকা সিএনজি ভাড়া দিয়ে কমলাপুরে এসেছেন মো. ডালিম আহমেদ। জরুরি কাজে চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়িতে যাবেন। ট্রেনের জন্য অপেক্ষারত এই যাত্রী আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে চাঁপাইগামী হানিফ পরিবহনে আমার টিকিট বুক করা ছিল। বাসা থেকে বের হয়ে কাউন্টারে ফোন দিলে তারা জানায় আজ গাড়ি যাবে না। কোনো উপায় না পেয়ে স্টেশনে এলাম। আন্তঃনগরের ট্রেন নাই, টিকিট করলাম লোকালের। এখন পাঁচ ঘণ্টার যাত্রা হবে ২৪ ঘণ্টা। তবু বাড়ি যেতে হবে।

মহিকুল ও নাসির বিক্রমপুর থেকে কমলাপুরে এসেছেন, গন্তব্য ময়মনসিংহ। বিক্রমপুর থেকে মাথাপিছু ৩০ টাকার ভাড়া ৫০ টাকা নিয়েছে বাসে। এমনটা জানিয়ে মহিকুল বলেন, `ময়মনসিংহে যাব। কোনো ট্রেনের টিকিট নাই। বাসায় পরিবার (স্ত্রী) অসুস্থ। যেভাবেই হোক যেতে হবে। কিন্তু টিকিট ছাড়া স্টেশনের ভেতরেই ঢুকতে দিচ্ছে না। ঝুলে ঝুলে বা ছাদে উঠে যে যাব, সে উপায়ও নেই।'

মঈনুদ্দিন নামের কিশোরগঞ্জগামী এক যাত্রী আক্ষেপ নিয়ে বলেন, `বাড়িতে বড় অনুষ্ঠান আজ। কথা দিয়েছি যাব, কিন্তু বাস ধর্মঘটের কারণে যেতে লেট হবে। আমি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সব শেষ হয়ে যাবে। ১০ মিনিট লেট করায় ট্রেনটা মিস করেছি। এখন ট্রেন পেতে সন্ধ্যা হবে। এত সময় স্টেশনের বাইরে বসে থাকতে হবে সেটা ভাবতেই অস্থির লাগছে।

যাত্রীর ব্যাপক চাপের কথা উল্লেখ করে কমলাপুরের স্টেশন মাস্টার আফছার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, `সকাল থেকে যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছি আমরা। সকালের সুন্দরবন এক্সপ্রেসে শুধু ২ হাজারের মতো পরীক্ষার্থীই এসেছেন। আবার এদিকে প্ল্যাটফর্ম ও স্টেশনের বাইরে যারা অপেক্ষা করছে, তাদের তো হিসাবই নেই। এই চাপ আজ সারা দিনে বাড়বে ছাড়া কমবে না। দুপুরের পরের ট্রেনগুলোতে আরও খারাপ অবস্থা হবে।

সকাল থেকেই রাজধানীর মোড়ে মোড়ে যাত্রীদের বাসের অপেক্ষা করতে দেখা গেছে। বাস না থাকায় এসব যাত্রীকে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। গুটি কয়েক বাস চললেও সেগুলোতে ১০ টাকার ভাড়া ১৫ টাকা রাখতে দেখা গেছে। অতিরিক্ত ভাড়া গুনেও নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না যাত্রীরা।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯