হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর সড়কে পড়ে ছিলেন যুবক, পরে হাসপাতালে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর সড়কে আহতাবস্থায় এক যুবক পড়ে ছিলেন। পরে তাঁকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে পথচারীরা তাঁকে উদ্ধার করে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।

নিহত রুমন মিয়ার (২৪) বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। বর্তমানে গাজীপুর সদর উপজেলার গজারিয়াপাড়া গ্রামে থাকেন। বাবার নাম মো. আশরাফুল ইসলাম। ইন্টারনেট কোম্পানিতে চাকরি করতেন তিনি।

পথচারী মো. শিপন বলেন, ‘রাতে বাসে করে যাচ্ছিলাম। তখন দেখতে পাই বিমানবন্দর কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার পাশে ওই যুবক আহত অবস্থায় পড়ে আছেন। জানতে পারি, একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে নিলে মারা যান।’

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, রাতে ওই যুবক গাজীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে ডেমরায় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। কাউলা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার পাশে দুর্ঘটনায় আহত হন। পরে পথচারীরা ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা মারা যান তিনি।

এসআই জানান, পথচারীরা জানান প্রাইভেট কার ধাক্কায় আহত হয়েছিল। তবে কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, তা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ