হোম > সারা দেশ > ঢাকা

মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মুগদায় গণপিটুনিতে গুরুতর আহত এক তরুণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রাথমিকভাবে তাঁর নাম আল আমিন এবং বয়স ২০ বছর বলে জানা গেছে। তবে তাঁর ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি। নিহত ওই তরুণ ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনির শিকার হন বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে এই তরুণের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার।

তিনি বলেন, গতকাল বুধবার রাত রাত পৌনে ১০টার দিকে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের উল্টো দিকের শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করেন আল আমিন। স্থানীয়রা তা দেখতে পেয়ে তাঁকে পিটুনি দেয়। এতে গুরুতর আহত ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান।

নিহত তরুণের ঠিকানা জানার চেষ্টা চলছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, মুগদা থানায় ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি