হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, যুবক কারাগারে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে মো. বশির (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা রয়েছে। গতকাল শুক্রবার (১৫ মার্চ) মধ্যরাতে তুরাগের ধউর পূর্ব পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার (১৬ মার্চ) আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

গ্রেপ্তারকৃত বশির ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ রতনপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি তুরাগের ধউর পূর্ব পাড়া এলাকায় থাকতেন। 

এর আগে গত বুধবার (১৩ মার্চ) বেলা ১১টার বশিরের বর্তমান ঠিকানার বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ওই এলাকার কতিপয় নামধারী নেতা–কর্মীরা পাঁয়তারা করেছে। তারা সেটি ৫০ হাজার টাকার বিনিময়ে বিচার-সালিসের মাধ্যমে মীমাংসা করার চেষ্টাও করেছেন। পরে সেটি নিয়ে মনোমালিন্য হলে খবর পেয়ে ধর্ষককে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণের অভিযোগে ভিকটিমের বাবা বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় বশিরকে গ্রেপ্তারের করা হলে তাঁকে কারাগারে পাঠান আদালত।’ 

এসআই আবুল খায়ের বলেন, ‘ধর্ষক ও ভুক্তভোগী পাশাপাশি বাড়িতে ভাড়া থাকে। তারা পূর্ব পরিচিত। ভুক্তভোগী তরুণীকে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে বশির তার বাসায় নিয়ে যায়। বাসা খালি থাকার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে বশির।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির