হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে সয়াবিন তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা  

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সয়াবিন তেলের অবৈধ মজুত এবং অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে ও র‍্যাব-৩ এর সদস্যদের সহযোগিতায় উত্তর যাত্রাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে অদ্বিতি ট্রেডার্স, মেসার্স সিফাত ট্রেডিং ও মেসার্স মিন্টু স্টোর নামে তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে নগদ ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। 

এ সময় অদ্বিতি ট্রেডার্সের মালিক সজল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সাধারণত তেল মজুত রাখি না, শুধু সয়াবিন তেল বিক্রি করি। ব্যবসা চলমান রাখার স্বার্থে আমরা মৌলভী বাজার থেকে অতিরিক্ত দামে তেল কিনলেও বর্তমানে ওই ব্যবসায়ীরা আমাদের কোনো চালান, মেমো বা কোনো প্রমাণপত্র দেয় না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আমরা কোনো প্রমাণপত্র দেখাতে পারিনি।’ 

তবে এ বিষয়টি অস্বীকার করে মৌলভি বাজারে অবস্থিত বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী ভুট্টু আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাশ মেমো ব্যতীত কোনোভাবেই মৌলভি বাজার থেকে তেল বিক্রির নিয়ম নেই। তা ছাড়া ক্যাশ মেমো বাদে বাজার থেকে কোনো প্রকার মালামাল বের করারও সুযোগ নেই। কিছু অসাধুরা কৃত্রিম সংকট সৃষ্টি করে কম দামে কেনা তেল অতিরিক্ত দামে বিক্রি করে বলে, তারা ক্রয় রসিদ দেখাতে চায় না।’ 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘কতিপয় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে সয়াবিন তেল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল বলে আমাদের কাছে অভিযোগ ছিল। ওই অভিযোগের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করেছি। এটি অব্যাহত থাকবে।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির