হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে একজনের ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (৩০ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. শুকুর আলী শেখ (৩৫)। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও তিন মাসের কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাঁকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. আবুল কালাম আজাদ ও সহকারী পিপি মো. শামছুজ্জামান দীপু রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তাঁরা বলেন, ‘ধর্ষণচেষ্টার মামলায় আসামি শুকুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) (খ) ধারায় সর্বোচ্চ সাজা তথা ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ রায়ে আমরা সন্তুষ্ট।’

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মে হাতিরঝিল থানাধীন আমবাগানে একটি রিকশা গ্যারেজের ভেতরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মো. শুকুর আলী শেখ। পরে শিশুটি কান্না করায় তাকে ছেড়ে দেন আসামি। পরে বাসায় এসে তার মাকে ঘটনাটি জানায় ওই শিশু।

এ ঘটনায় পরদিন শিশুর বাবা হাতিরঝিল থানায় এ মামলা করেন। মামলা তদন্ত করে ২০২১ সালের ১৩ অক্টোবর অভিযোগপত্র দাখিল করে হাতিরঝিল থানা-পুলিশ। মামলার বিচার চলাকালে ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেন ট্রাইব্যুনাল।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ