হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার, আটক ৪

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আক্তার হোসেন ঢালী (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সখিপুর থানার চরসেনসান ইউনিয়নের বেড়াচাক্কি এলাকার নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

আক্তার হোসেন ঢালী বেড়াচাক্কি গ্রামের কৃষক বাবুল ঢালীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আক্তার হোসেন ঢালী নরসিংহপুর ফেরিঘাট এলাকায় একটি বিকাশের দোকান চালাতেন। গত শনিবার রাত ৯টার দিকে দোকান থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বাবুল ঢালী সখিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীর পাড়ে আক্তার ঢালীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় বেড়াচাক্কি এলাকার সৈয়দ বক্স তালুকদারের ছেলে তাজেল তালুকদার, ইউসুফ বকাউলের ছেলে জয়নাল বকাউল, আমিন বকাউল ও তাঁর ছেলে হেলাল বকাউলকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর