হোম > সারা দেশ > ঢাকা

হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: ফেসবুক থেকে স্ক্রিনশট

রাজধানীর বনানীর একটি হোটেলে দুই নারীর ওপর হামলার ঘটনায় যুবদলের বহিষ্কৃত নেতা মনির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বুধবার (৩ জুলাই) রাতে বনানী থানার জাকারিয়া হোটেলে দলবলসহ ঢুকে ওই হামলার ঘটনা ঘটান মনির হোসেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করে যুবদল।

বনানী থানা পুলিশ জানায়, ঘটনার রাতেই হোটেল কর্তৃপক্ষ ভাঙচুর ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, যুবদল নেতা মনিরের নেতৃত্বে একদল ব্যক্তি হোটেলে ঢুকে হামলা চালায়। মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক নারী সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন, এ সময় একজন ব্যক্তি তাঁর পথ রোধ করে আঘাত করেন, নারীটি পড়ে যান। পেছনে থাকা আরেক নারীকে ধাওয়া করে নিচে ফেলে দেন অন্য এক হামলাকারী। পরে দুই নারীকে একযোগে মারধর করতে দেখা যায় অন্তত আট-দশজনকে।

ভিডিওতে হামলার সময় দুই নারীকে চিৎকার করতে শোনা যায়। হামলাকারীদের কেউ কেউ সরে গেলেও পরে নতুন লোকজন ঢুকে আবারও হামলা চালায়। ভিডিওতে ভাঙচুরের শব্দও পাওয়া গেছে।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও রাজনৈতিকভাবে শাস্তির দাবি জানান।

আজ বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে যুবদল জানায়, প্রাথমিক সদস্যপদসহ মনির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায় দল নেবে না। তাঁকে যেন কেউ সাংগঠনিকভাবে সহযোগিতা না করে, সে নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার