হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, আহত ৫

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে যাত্রীবাহী বাসের চাপায় অংকন বিশ্বাস (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন আহত হয়েছে।

নিহত অংকন বিশ্বাস তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে। তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। 

আহতরা হলেন আলাউদ্দিন কাজী (৫৫), শান্তা সাহা (১২) ও শাওন সাহা (১৭)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক মনোজ কুমার বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ডের পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা অংকন বিশ্বাসসহ কয়েকজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই অংকন বিশ্বাস মারা যান। এ সময় আরও পাঁচজন আহত হয়। 

উপপরিদর্শক আরও বলেন, আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। 

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে