হোম > সারা দেশ > ঢাকা

ঝালকাঠিতে শেখ হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে মামলা

ঝালকাঠি প্রতিনিধি  

শেখ হাসিনা ও আমির হোসেন আমু।

ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুসহ ৩৯ জনের নামে পৃথক দুটি মামলা হয়েছে। আজ শনিবার সদর ও নলছিটি থানায় মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি জিবা আমিনা আল গাজী বাদী হয়ে মামলার এজাহার দাখিল করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ও নলছিটি থানার আবদুস সালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তারা বলেন, ‘শনিবার বিকেলে বাদী থানায় এসে এজাহার দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাদীর আইনজীবী ফয়সাল খান আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির প্রার্থীকে রাস্তায় নামতে দেয়নি। শেখ হাসিনা ও আমির হোসেন আমুর নির্দেশে বিএনপির প্রার্থী জিবা আমিনা আল গাজীর ওপর ঝালকাঠি ও নলছিটিতে হামলা করা হয়। মিথ্যা মামলা করে তাদের এলাকা ছাড়া করা হয়।’

মহিলা দলের নেত্রী জিবা আমিনা আল গাজী বলেন, ‘২০১৮ সালে আমি ঝালকাঠি-২ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। তখন শেখ হাসিনা ও আমুর নির্দেশে সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়। এতে আমিসহ অর্ধশত নেতা কর্মী আহত হই। এত দিন ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের কারণে কেউ মামলা করতে পারেনি। এখন সময় এসেছে, তাই সদর ও নলছিটি থানায় দুটি মামলা দায়েরের জন্য এজাহার দিয়েছি।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট