হোম > সারা দেশ > ঢাকা

২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স সার্ভিসের ভেতরে ৩০০ ফেনসিডিল

সাভার (ঢাকা) প্রতিনিধি

মাইক্রোবাসের গায়ে লাল রঙে বড় করে লেখা ‘২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস’। নামে অ্যাম্বুলেন্স হলেও রোগী ওঠে না এই গাড়িতে। দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করাই এই অ্যাম্বুলেন্সের কাজ।

সাভারে অভিযান চালিয়ে এমন একটি অ্যাম্বুলেন্সে ২৯৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। অ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের অযোগ্য ছিল বলে জানিয়েছে আশুলিয়া থানা-পুলিশ।

আজ শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়া থানাধীন গণকবাড়ি বলিভদ্র এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—লালমনিরহাট জেলার কারিমুল ইসলাম (৩২) ও নুর মোহাম্মদ (২৮)। তাদের বাড়ি লালমনিরহাট জেলায় বলে জানা গেছে।

র‍্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিরা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।

অ্যাম্বুলেন্স সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাম্বুলেন্সের পরিস্থিতি দেখলেই বোঝা যায়, এটি রোগী পরিবহনের অযোগ্য। ভেতরে রোগী বসা বা শোয়ার তেমন সুযোগ নেই। অ্যাম্বুলেন্সের ভেতরে বিভিন্ন স্থানে ফেনসিডিল ঢোকানো ছিল। প্রাথমিকভাবে নিশ্চিত যে মাদক পরিবহনের উদ্দেশ্যেই এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। গ্রেপ্তারকৃত ড্রাইভার কারিমুল ইসলামের মামার গাড়ি এটি। এর আগে কখনো রোগী পরিবহনে এটি ব্যবহৃত হয়েছে কিনা জানা যায়নি। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ