হোম > সারা দেশ > ঢাকা

পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। আজ রোববার সকালে ঢাকা কলেজ গেট থেকে একটি মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় তারা।

অবরোধ কর্মসূচিতে উপস্থিত থাকা ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা বলেন, গত ৩ মাস ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দিচ্ছে না। আমাদের দাবির পক্ষে এরই মধ্যে শিক্ষামন্ত্রী, ইউজিসি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। এটা আমাদের অধিকার। পৃথিবীর অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে। এমনকি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর এবং মেডিকেলেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তাহলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোয় কেন থাকবে না?

শিক্ষার্থীরা বলেন, আগামী ১২ মার্চের মধ্যে দাবি মেনে না নিলে ১৩ মার্চ শাহবাগ মোড় অবরোধ করা হবে।

ঢাকা কলেজ শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, একবারে একজন শিক্ষার্থীকে কোনোভাবেই বিচার করা যায় না। তার মেধাকে কাজে লাগাতে আরও একবার সুযোগ দেওয়া উচিত। অনেকের ইচ্ছা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০০ বিশ্ববিদ্যালয়ের বাইরে। কিন্তু পৃথিবীর বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে, যেগুলোর অবস্থান ৫০০ এর ভেতরে। আমরা চাই আমাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।

অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের সামনে অবস্থান নেন।

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

শরীয়তপুরে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২

মোবাইল ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দিল পুলিশ