হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভোটকেন্দ্র নয়, প্রশাসনই ঝুঁকিপূর্ণ: তৈমুর

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটকেন্দ্রের চেয়ে স্থানীয় প্রশাসনকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরীর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তৈমুরের দাবি, প্রচারণার শুরু থেকে এখন পর্যন্ত তাঁর ১৭ কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উৎসবমুখর ভোটের পরিবেশকে অশান্ত করে তুলেছে বলেও জানিয়েছেন এই মেয়র পদপ্রার্থী।

তৈমুর বলেন, ‘নির্বাচনে কোনো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ নয়, বরং প্রশাসনকেই ঝুঁকিপূর্ণ মনে করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করছে।’ এ সময় তাদের ছেড়ে দেওয়ার দাবিও করেন তৈমুর আলম খন্দকার।

তৈমুর আরও বলেন, ‘আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক প্রশাসনের কাছে অভিযোগ করেছেন ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ। ১৩ নম্বর ওয়ার্ড আমার কেন্দ্র। যেখানকার কাউন্সিলর আমার ছোট ভাই। আর ১২ নম্বর ওয়ার্ড তাদের দলীয় সংসদ সদস্যের এলাকা। নিজদের কেন্দ্রকে নিজেরাই ঝুঁকিপূর্ণ মনে করছে।’

নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়ে তৈমুর বলেন, ‘মরে গেলেও মাঠ ছাড়ব না। নেতাকর্মীরা মাঠে থাকবে। আমরা ঐক্যবদ্ধ আছি। মাঠে থাকব, পালিয়ে যাইনি।’ সংবাদ সম্মেলনে লক্ষাধিক ভোটে জয়ী হওয়ার আশা প্রকাশ করেন বিএনপির চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা। 

আরও পড়ুন:

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার