হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভোটকেন্দ্র নয়, প্রশাসনই ঝুঁকিপূর্ণ: তৈমুর

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটকেন্দ্রের চেয়ে স্থানীয় প্রশাসনকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরীর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তৈমুরের দাবি, প্রচারণার শুরু থেকে এখন পর্যন্ত তাঁর ১৭ কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উৎসবমুখর ভোটের পরিবেশকে অশান্ত করে তুলেছে বলেও জানিয়েছেন এই মেয়র পদপ্রার্থী।

তৈমুর বলেন, ‘নির্বাচনে কোনো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ নয়, বরং প্রশাসনকেই ঝুঁকিপূর্ণ মনে করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করছে।’ এ সময় তাদের ছেড়ে দেওয়ার দাবিও করেন তৈমুর আলম খন্দকার।

তৈমুর আরও বলেন, ‘আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক প্রশাসনের কাছে অভিযোগ করেছেন ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ। ১৩ নম্বর ওয়ার্ড আমার কেন্দ্র। যেখানকার কাউন্সিলর আমার ছোট ভাই। আর ১২ নম্বর ওয়ার্ড তাদের দলীয় সংসদ সদস্যের এলাকা। নিজদের কেন্দ্রকে নিজেরাই ঝুঁকিপূর্ণ মনে করছে।’

নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়ে তৈমুর বলেন, ‘মরে গেলেও মাঠ ছাড়ব না। নেতাকর্মীরা মাঠে থাকবে। আমরা ঐক্যবদ্ধ আছি। মাঠে থাকব, পালিয়ে যাইনি।’ সংবাদ সম্মেলনে লক্ষাধিক ভোটে জয়ী হওয়ার আশা প্রকাশ করেন বিএনপির চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা। 

আরও পড়ুন:

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন