হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না: তাজুল ইসলাম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। যুদ্ধ বিধ্বস্ত দেশকে স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তাঁর কন্যা শেখ হাসিনা। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। তাঁর সুদৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের সক্ষমতা বেড়েছে। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না।’ 

আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ। তাই সকলে ভেদাভেদ ভুলে আগামী দিনে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে একযোগে কাজ করতে হবে।’ প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে স্থানীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। 

পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী। 

এর আগে ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রায় সোয়া তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট পাকুন্দিয়া পৌর ভবন উদ্বোধন করেন মন্ত্রী। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির