হোম > সারা দেশ > ঢাকা

সাবেক সচিব খাইরুলের ছেলের ৫৫ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলাম সৌরদীপের ইউনিয়ন ব্যাংকের ৫৪ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৪০০ টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান। দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার শেয়ার অবরুদ্ধের এই আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব খাইরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে এবং ভুয়া সম্পত্তি বন্ধক রেখে বাংলাদেশ ব্যাংক থেকে ১০ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। তাঁর নাবালক সন্তানের নামে ৪ কোটি টাকা ঋণ গ্রহণ করে নিজের নামে স্থানান্তর করে মানি লন্ডারিং আইনে অপরাধ করেছেন। এসব অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

আবেদনে আরও বলা হয়েছে, খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলাম সৌরদীপের নামে ইউনিয়ন ব্যাংক পিএলসিতে ৫৪ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৪০০ টাকার শেয়ার রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য এসব শেয়ারের টাকা অবরুদ্ধ করা প্রয়োজন। অন্যথায় অনুসন্ধান কাজ বিলম্বিত বা ব্যাহত হতে পারে।

উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন সরকারের সিনিয়র সহকারী সচিব ছিলেন মো. খাইরুল ইসলাম। শেখ হাসিনা সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পান তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তাকে। প্রায় সাড়ে তিন বছর রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির কাছাকাছি থাকার সুবাদে হয়েছেন বিপুল অর্থবিত্তের মালিক। চাকরিতে পেয়েছেন নজিরবিহীন পদোন্নতি।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক