হোম > সারা দেশ > ঢাকা

কোটি টাকার মাদকসহ গ্রেপ্তার সঙ্গীতশিল্পী রেবেল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটি টাকার মাদক আইসসহ গ্রেপ্তার উচ্চারণ ব্যান্ডের সংগীতশিল্পী এনামুল কবির ওরফে রেবেলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে দুই দিনের রিমান্ড শেষে রেবেলকে আদালতে হাজির করে পুলিশ। একইসঙ্গে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই জহিরুল ইসলাম। 

অন্যদিকে আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের প্রসিকিউশন দপ্তরের রামপুরা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত শনিবার সকালে রামপুরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে এক কেজি আইস উদ্ধার করা হয়। যার বাজারমূল্য এক কোটি টাকা।

মালিবাগ মাটির মসজিদ এলাকা থেকে রেবেলকে আটকের পর তার কাছ থেকে এই মাদক উদ্ধার হয়। রেবেল জনপ্রিয় পপ তারকা আজম খানের দলের সদস্য ছিলেন। এ ঘটনায় রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ