হোম > সারা দেশ > ঢাকা

ডেইলি স্টার ক্ষমা না চাইলে–ক্ষতিপূরণ না দিলে মামলা: তাপসের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ১৩ মে ‘দ্য ডেইলি স্টারে’ প্রকাশিত একটি রম্য রচনাকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের মানহানি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পত্রিকাটিকে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে তাপসের পক্ষ থেকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। 

৮ জুন রম্য রচনাটি সম্পর্কে ব্যাখ্যা ছেপেছে ডেইলি স্টার। তবে তাপসের আইনজীবী মেজবাহুর রহমান আজ শনিবার সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘নিঃশর্ত ক্ষমা না চাওয়ায় এবং ক্ষতিপূরণ না দেওয়ায় ব্যাখ্যা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়।’ 

আইনজীবী জানান, ডিএসসিসি ও মেয়রকে হেয় করে পত্রিকাটি একটি লেখা প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে ৫ জুন কতগুলো প্রতিকার চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়। ৮ জুন নোটিশের একটি জবাব পত্রিকায় প্রকাশ করে। জবাবে লেখাটিকে সমর্থনের চেষ্টা করা হয়েছে এবং দুঃখ প্রকাশ করা হয়েছে। নোটিশে লেখার অনলাইন লিংক ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছিল, পত্রিকা কর্তৃপক্ষ তা করেছেন। কিন্তু নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চেয়ে একটি প্রতিবেদন প্রকাশ করতে বলা হয়েছিল, পত্রিকাটি তা করেনি। এ ছাড়া সাত দিনের মধ্যে মানহানিকর লেখা প্রকাশের জন্য ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতেও বলা হয়েছিল। সেটাও পত্রিকাটি করেনি। 

আইনজীবী বলেন, মেয়রের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বা পত্রিকায় বিবৃতি দিয়ে পত্রিকা কর্তৃপক্ষ যদি নিঃশর্ত ক্ষমা চায় এবং মেয়রের দাবি অনুযায়ী যদি ক্ষতিপূরণের অর্থ দিয়ে দেয়, তাহলে হয়তো পরবর্তী ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন হবে না। 

অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মেয়রের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে জানিয়ে মেজবাহুর রহমান বলেন, সেই নির্দেশনা অবশ্যই মামলা করার ব্যাপারে।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন